শনিবার, ২৬ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

হাসিনার পতন না হলে আমাদের ফাঁসি হতো: রিজভী

হাসিনার পতন না হলে আমাদের ফাঁসি হতো: রিজভী
হাসিনার পতন না হলে আমাদের ফাঁসি হতো: রিজভী
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ১৫, ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ন

আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, তাহলে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের ফাঁসি হতো। এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চার বছরের শিশুকে হত্যা করতে পারে, তিনি আমাদেরও ফাঁসি দিতে পারবেন। ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য কে মরল কে বাঁচলো শেখ হাসিনার কাছে তা কোনো ব্যাপার না।

তিনি আরও বলেন, আমরা ছাত্র-জনতার তাজা প্রাণের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে যদি ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনার পালিত পুলিশের বুলেটের সামনে বুক পেতে না দিতো তাহলে এই দেশে স্বাধীনতার মুখ দেখা হতো না। এখন বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তিতে জীবনযাপন করতে পারছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাস করতে হবে।

আ/মি

 113
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।