সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

বাজেটে কালোটাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে: পরিকল্পনা উপদেষ্টা

বাজেটে কালোটাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে: পরিকল্পনা উপদেষ্টা
বাজেটে কালোটাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে: পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জুন ২১, ২০২৫ ০৯:২৪ অপরাহ্ন

বাজেটে কালোটাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা . ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে অপ্রদর্শিত অর্থ হিসেবে বাজেটে কিছু সুযোগ থাকতে পারে বলে উল্লেথ করেন তিনি।

শনিবার (২১ জুন) গবেষণা প্রতিষ্ঠান ্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তিনি এসব কথা জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কালোটাকা সাদা করার সুযোগ খুব একটা কাজে আসে না। পাঁচ কোটি টাকা দিয়ে কিনে কেউ যদি এক কোটিও দেখাতে না পারে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। এতই যখন আলোচনা হয়েছে, তা তুলে দেয়া হোক।

শামীম/মি

 126
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।